আতাউর রহমান সেলিম হবিগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসী হবিগন্জবাসীর ভার্চুয়াল আনন্দসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২১, ১২:৩৩:৪২ অপরাহ্ন
এ রহমান অলি, লন্ডন থেকেঃ হবিগন্জ পৌরসভা নির্বাচনে আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসী হবিগন্জবাসীর উদ্যোগে লন্ডনে ৯ মার্চ মঙ্গলবার এক ভার্চুয়াল আনন্দসভা অনুষ্ঠিত হয়।
ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে, বিশিষ্ট কমিউনিটি নেতা, লাফবরা বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত হবিগন্জ প্রবাসী।
বক্তব্য রাখেন সর্বজনাব সৈয়দ মাহমুদুর রহমান বুলু, হাবিবুর রহমান রানা, ছুরাবুর রহমান, সৈয়দ মোস্তাফিজুর রহমান (আয়ারল্যান্ড), মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমেদ, আবু ইউসুফ চৌধুরী, তাহির আলী, সৈয়দ মিজান, ফয়সল চৌধুরী এমবিই, ড. মোহাম্মদ শাহনেওয়াজ, রুহুল আমিন রুহেল, হুমায়ুন কবির, আঃ সালাম, ইমদাদ চৌধুরী (আমেরিকা), জালাল উদ্দিন, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, জাকির হোসেন চৌধুরী অসীম (আমেরিকা), দেওয়ান মোর্শেদ চৌধুরী, দিপু শেখ, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, শফিকুল ইসলাম চৌধুরী, এস পি ও মাধব, রহমত আলী, হিরা মিয়া, জাভেদ ইকবাল, আতাউর খন্দকার শাহজাহান ।
মনিরুজ্জামান খিরাজ, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, নজমুদ্দিন তালুকদার মিঠু, জালাল আহমেদ, শফিকুজ্জামান হিরাজ (বাংলাদেশ), সাগর আহমেদ শামীম (আয়ারল্যান্ড), এ রহমান অলি, আহসান হাবীব সোহেল, আফজাল বর চৌধুরী, সোহাগ রহমান, আলামিন মিয়া, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আমিনুর রশীদ খোকন, ইবলুল ওয়ারিদ, নজরুল ইসলাম, শাহ শহীদ আলী, মিজানুর রহমান চৌধুরী, শাহজাহান কবির, ফয়সল খান, জিয়া তালুকদার, শাহ তোফায়েল আহমেদ প্রমুখ৷
বক্তাগন নতুন মেয়রের কাছে তাদের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন। সুন্দর হবিগন্জ গড়ার লক্ষে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল প্রবাসী হবিগন্জবাসী আতাউর রহমান সেলিম কে মেয়র নির্বাচিত করার জন্য হবিগন্জ পৌরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার সর্বক্ষেত্রে প্রবাসী হবিন্জবাসীর সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।