মাহমুদুস সামাদ চৌধুরী এমপির অবস্থা সংকটাপন্ন: দোয়া প্রার্থী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২১, ৭:৫৭:২৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাাতালে ভ্যান্টিলেশনে ভর্তি আছেন।
সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী কয়েসের ব্যাক্তিগত সহকারী জুলহাস আহমদ আজ অনুপম নিউজ টুয়েন্টিফোরকে জানিয়েছেন, উনার অক্সিজেন লেভেল উঠানামা করতেছে। শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
চ্যানেল এস টিভির চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী’র ছোট ভাই আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেছেন, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী গত কয়েকদিন যাবত কিছুটা অসুস্থ বোধ করছিলেন, ম্যাসাজের প্রতিউত্তরে জানিয়েছিলেন ‘ফ্লো আছে, তবে কবিড নয়’। অসুস্থতার মাঝেও নিজ এলাকায় অভিরাম কাজ করে যাচ্ছেন, নিজের প্রতি খেয়াল না করে নির্বাচনী এলাকায় প্রতিদিন বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।
সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী’র দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন সাংসদের ভাই আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
উল্লেখ্য,করোনা আক্রান্ত এমপি কয়েসের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার রাতে তাকে ঢাকার ইউনাটেড হাসপাতালে ভর্তি করা হয়। এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়।