বিশ্বে প্রথম “ভাইরাস পাসপোর্ট” চালু করলো চীন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২১, ১:০৯:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: বিশ্বের প্রথম “ভাইরাস পাসপোর্ট” চালু করলো। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে চীন, যাকে ‘ভাইরাস সার্টিফিকেট’ বলা হচ্ছে। খবর আল-জাজিরার।
সোমবার চালু হওয়া ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এ সার্টিফিকেট পাবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে।’
সার্টিফিকেটটি কাগজ আকারেও পাওয়া যাবে। এটি বর্তমানে কেবল চীনা নাগরিকদের দেওয়া হচ্ছে। তবে এটি এখনও বাধ্যতামূলক করা হয়নি।’
খবরে বলা হয়েছে, বাহরাইন ইতোমধ্যে ভ্যাকসিন পাসপোর্টের সঙ্গে পরিচিত। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কিছু দেশ এমন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিবেচনা করছে। টিকা গ্রহণকারীদের জন্য একই ধরনের ‘গ্রিন পাস’ নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যা দিয়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকেরা সদস্য দেশগুলোর এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে পারবেন।
গতকাল দেশটির সরকারি গণমাধ্যম সিনহুয়া জানায়, এই ডিজিটাল সনদে একটি কিউআর কোডও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো দেশ চাইলে কোনো ভ্রমণকারীর স্বাস্থ্য নিয়ে তথ্য জানতে পারবে। অভ্যন্তরীণ যাতায়াত এবং জনসমাগমস্থলে প্রবেশের জন্য ইতিমধ্যে উইচ্যাটের মাধ্যমে কিউআর কোডের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।