চিত্রনায়ক শাহীন আলম আর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২১, ১২:০৯:১৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশীয় চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম আর নেই। আজ সোমবার রাত ১০ টা ৫ মিনিটে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়।
এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহীন আলম। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন।