চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু ১৭ মার্চ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৮:৪০:৩৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আগামী ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে পুণ্যভূমি সিলেটে উদ্বোধনী ফ্লাইটটি যাত্রা করবে। এই রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান। আজ সোমবার (৮ মার্চ) এ তথ্য জানায় বিমান।
যাত্রী চাহিদা, অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিমান চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
এর আগে সবর্শেষ সিলেট কক্সবাজার রুটে ফ্লাইট চালু করে বিমান, যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।
বিমানের বহরে সম্প্রতি তিনটি নতুন ড্যাশ এইট যুক্ত হওয়ায় ঢাকার বাইরে নতুন অভ্যন্তরীণ রুট চালুর পাশাপাশি স্বল্প দূরত্বে নতুন আন্তর্জাতিক গন্তব্যে চালুর ঘোষণা দেয় বিমান।
কতৃর্পক্ষের আশা এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে সিলেট ও বন্দর নগরী চট্টগ্রাম এর মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।