দক্ষিন সুরমায় ১ম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৭:০৫:০০ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলালপুরে রায়খাইল সমাজকল্যাণ যুব সংঘের উদ্দোগে ৫ মার্চ ১ম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্ট কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে ও তারেকুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, জেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, শহিদুর রহমান শাহীন, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি শাছমুদ্দোহা পিপিএম, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, কোম্পানীগঞ্জ সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি ও লোকন মিয়া, প্রবাসী এনামুল হক চৌধুরী জালাল ও আব্দুল্লাহ সুফি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েস আহমদ, ডাঃ রকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আসিক আলী, জাকারিয়াউল হক, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম জুয়েল, রায়খাইল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক শফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ রাজ, কামরান আহমদ মুরাদ প্রমুখ।
খেলায় ফুটন্ত শাপলা জালালপুর ১-০ গোলে আয়াত স্পোর্টিং ক্লাব দক্ষিণ সুরমাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে তুমুল উত্তেজনাপূর্ণ খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস-সামাদ বলেন বর্তমান যুব সমাজকে মাদকামুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্টের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
পরে বিজয়ীদের হাতে ১ম পুরস্কার মোটর সাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি মাহমুদ উস-সামাদ চৌধুরী।
খেলায় ২য় পুরস্কার ছিল রেফিজারেটার ও ৩য় পুরস্কার ছিল টেলিভিশন ।
খেলায় ধারাভার্ষ্যকারের ছিলেন আব্দুল আহাদ, রেফারীর দায়িত্ব পালন করেন সৈয়দ ফয়েজ আহমদ প্রমুখ।