দৌলতপুর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ভবন নির্মাণ কাজের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২১, ১০:৫৩:০৪ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট
নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ রবিবার ৭ মার্চ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্তিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ভিত্তিপ্রস্তর অনুষ্টানের পূর্বে মাদ্রাসার সুপারিনটরনডেন্ট মাওলানা সাহাব উদ্দিন বর্তমান সরকার সহ নতুন ভবন নির্মাণ কাজে সংশ্লিষ্ট এবং উপস্থিত সবার প্রতি মাদ্রাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপদেষ্টা অনুপম নিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, উপদেষ্টা আবুল খয়ের চৌধুরী, মোঃ মনিরুজ্জান চৌধুরী মানিক মিয়া, শফিকুর রহমান, উপদেষ্টা তাহির আলী, উপদেষ্টা সাবেক মেম্বার আজম আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মখলিছুর রহমান, প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, সহ-সভাপতি সাবেক মেম্বার মোঃ কুটি মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ফাত্তাহ চৌধুরী (তৈয়ব মিয়া), সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহেদুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ ক্বারী আব্দুস সালাম (সুহেল), সদস্য মানিক মিয়া, সদস্য লুৎফুর রহমান, সদস্য আলা মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ আকবর আলী মিলন, দৌলতপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আব্দুল মোমিন কালু, মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ নজরুল ইসলাম আজাদ, মোঃ ফারুক মিয়া, মোস্তফা মিয়া, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, দৌলতপুর মাঝের জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হেকিম নুরী, পাড়ুয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলামসহ অন্যান্য মসজিদের ইমাম ও খতিবগণ, অভিভাবকবৃন্দ, ছাত্র/ছাত্রীবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।