বিশ্বনাথে মানবসেবা’র দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২১, ৭:২৩:২৯ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: বিশ্বনাথ নতুনবাজারস্থ লাইটেস ষ্টেশনে রবিবার ৭ মার্চ সকাল ১০ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত মানবসেবা রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও শাহ্ ফাউন্ডেশন, যুক্তরাজ্য প্রবাসী, আবুল কালাম শাহ্ ও ইতালী প্রবাসী মোঃ নুরুজ্জামান এর আর্থিক সহযোগতিায় দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর পরিচালনায় বিশ্বনাথের অভিজ্ঞ তিনজন মেডিকেল টেকনোলজিস্ট, মোঃ আল-আমিন, মোঃ জাহিদুর রহমান ও মোঃ রিপন আহমেদ এর মাধ্যমে, দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার চাকরীজিবী, ব্যবসায়ী, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করান এবং অনেকেই উক্ত সংগঠনের আজীবন সদস্য ফরম পূরণ করেন।
এসময় প্রায় তিনশতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের, সহ-সভাপতি সমর কান্তি দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ সুয়েব, সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সহঃ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহঃ রক্ত ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মিলন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রিন্ট ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ রুমন আহমেদ, সহ-অর্থ সম্পাদক এস আই সাব্বির, প্রচার সম্পাদক সাহেল খান, প্রচার সম্পাদক মোঃ আল- আমিন, প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, সহঃ প্রকাশনা সম্পাদক ইফতেকার হোসেন লিমন, সহঃ দপ্তর বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমেদ, সহঃ সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহঃ ক্রিড়া বিষয়ক সম্পাদক সায়েক আহমদ, সদস্য এম মুক্তার হোসেন, আকবর আলী,সানাউল্লাহ, রুমন, কামরান আহমেদ, মুশফিকুর রহমান, নাসির আহমেদ, মোঃ নাসিম, মোঃ হোসাইন আহমেদ সহ আরো অনেকে।