বিশ্বনাথের টেংরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ২:৫৪:২৭ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ই মার্চ (বৃহস্পতিবার) বেলা ২ ঘটিকায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় রেশমা কসমেটিক্স লাওয়াই বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব নাজরগাও পরস্পর মোকাবেলা করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রেশমা কসমেটিক্স লাওয়াই ট্রাইব্রেকারের মাধ্যমে জয় লাভ করে।
একেএম তুহাম এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব এডভোকেট ফরিদ আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন আজাদ মিয়া, আবসান খান, আরশ আলী, শাহাদত আলী, আক্তার হোসেন, আলী হোসেন মোল্লা, মোর্শেদ আহমদ, লিকন আহমদ, মাহমুদ খান ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাছিত।