করোনা ভ্যাকসিন ছাড়া হজে যেতে পারবে না কেউ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২১, ১২:১৫:৪৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: এ বছর হজ পালনকারী সবাইকে করোনা ভেকসিন নিতে হবে। করোনা ভেকসিন ছাড়া কেউ হজ্জে যেতে পারবেন না। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ বছরের পবিত্র হজে অংশ নেওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা করোনা ভ্যাকসিন নেবেন না, তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়েছে।
মন্ত্রীর নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপনকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হজের সময় মানুষকে স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য দ্রুত প্রস্তুতি নিতেও মন্ত্রী আহ্বান জানিয়েছেন।
হজ পালনকারীদের কোভিড-১৯ এর সংক্রমণ থেকে মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণে একটি কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছেন ডা. আল রাবিয়াহ। যদিও চলতি বছরের জুলাই মাসে হজে অংশ নেওয়ার বিষয়টি এখনও পরিষ্কার নয়।