মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২১, ৯:২১:৫৬ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ২ মার্চ মঙ্গলবার রেঙ্গা হাজীগঞ্জ বাজার জামে মসজিদে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব চুনু মিয়া সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ফরিদ উদ্দিন, মরহুম হাজী সাইস্তা মিয়া, লন্ডন প্রবাসী মরহুম দারা মিয়া, মরহুম আশরাফ আলী চান মিয়া সাহেবের রুহের মাগফেরাত কামনা করে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর পর্যন্ত অনুষ্টিত শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব ফকরুল ইসলাম শায়েস্তা এবং মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
শোক সভা ও দোয়া মাহফিলে মোনাজাত করেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেবজাদায়ে রেঙ্গা ও মোগলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।