লন্ডন থেকে সিলেটে আসা আরও ১৬২ যাত্রী কোয়ারেন্টাইনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২১, ২:১২:০০ অপরাহ্ন
প্রতিদিন প্রতিবেদক: আজ লন্ডন হিত্রো এয়ারপোর্ট থেকে সিলেটে আসা আরও ১৬২ যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সোমবার (১ মার্চ) সোয়া ১০ টার দিকে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।পরে ইমিগ্রেশনেই আনুষ্টানিকতা শেষ করে আগত সকল যাত্রীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়।
সোমবার লন্ডন থেকে আসা ১৬২ যাত্রীকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য সিলেট নগরীর ১০টি হোটেলে পাঠানো হয়।
এর মধ্যে, হোটেল ব্রিটেনিয়ায় ২৭ জন, হোটেল অনুরাগে ১৮ জন, হোটেল নূরজাহানে ১১ জন, হোটেল হলিগেটে ৩০ জন, হোটেল হলি সাইডে ৮ জন, হোটেল স্টার প্যাসিফিকে ২০জন, হোটেল লা রোজে ২৪ জন, হোটেল লা ভিস্তায় ১৫ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ৩ জন, রয়েল প্লামে ৬ জন কোয়ারান্টাইনের রয়েছেন।