গোলাপগন্জে দুই ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২১, ২:০২:২৬ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান (কটই মিয়া) ২৮ ফেব্রুয়ারি নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। জানা যায়, বার্ধক্যজনিত কারণে রোববার দুপুর ১টায় তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর।
ফয়জুর রহমান (কটই মিয়া)’র মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে স্বামী শোকে স্ত্রী সোনারা বেগম (৬০) মৃত্যুবরণ করেন। স্বামী-স্ত্রীর একইসাথে পরপারে চলে যাওয়াতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মরহুম ফয়জুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন বানী গ্রাম। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, এক ভাই, দুই বোনসহ অগনিত আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার রাতে বাণীগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় পারিবারিক গোরস্তানে। এ সময় একসঙ্গে স্ত্রীর জানাজার পর উভয় লাশ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মরহুম ফয়জুর রহমান (কটই মিয়া) হচ্ছেন বৃটেনের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন ও গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইছবাহ উদ্দিনের চাচাতো ভাই।