৩০ মার্চ থেকে খুলবে দেশের সব স্কুল-কলেজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০২:৩২ অপরাহ্ন
অনুপম অনলাইন রিপোর্ট: দেশের সব স্কুল-কলেজ আগামী ৩০ মার্চ খুলে দেয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ কর্মকর্তারা ।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ ৩০শে মার্চ খুলে দেয়া হবে। তবে এখনই প্রাক প্রাথমিক খুলে দেয়া হবে না।
এই সময়ে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যদি মেরামত বা সংস্কারের প্রয়োজন হয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই কাজগুলো সম্পন্ন করব। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রণালয়ে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন তারা সবাই স্বাস্থ্যবিধির বিষয়টি পর্যবেক্ষণ করবেন।