ব্রিটেনে ফিরতে পারবেন না শামীমা বেগম: সুপ্রিম কোর্টের রায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৪:০৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: লন্ডন থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দিতে সিরিয়ায় যাওয়া তরুণী শামীমা বেগমকে ব্রিটেনে ফেরার সুযোগ দেওয়া হবে না বলে রায় দিয়েছে ব্রিটেনের সর্বোচ্ছ আদালত সুপ্রিম কোর্ট।
শুক্রবার ব্রিটেনের সর্বোচ্চ আদালতের বিচারকেরা রায়ে বলেছেন, ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেতে শামীমা যে আপিল করেছেন তার শুনানিতে অংশ নিতে তাকে ব্রিটেনে ঢুকতে দেয়া উচিত হবে না। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শামীমা এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন। যুদ্ধকবলিত এলাকায় থাকায় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে বা অনলাইন শুনানিতেও অংশ নিতে পারেননি।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডনের আরো ২জন স্কুলপড়ুয়া মেয়েসহ যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেন। তখন শামীমার বয়স ছিল ১৫। সেখানে তিনি একজন ডাচ জিহাদিকে বিয়ে করেন ।বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন।
সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমাকে খুঁজে পাওয়ার পর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দেন। সে সময় শামীমা ব্রিটেন সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান। তার আইনজীবী যুক্তি দেন, ওই সিদ্ধান্ত অবৈধ। কারণ এই সিদ্ধান্তের কারণে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন। আপিল আদালতের শুনানিতে শামীমার আইনজীবী যুক্তি দেন, তাকে ব্রিটেন ফিরতে না দিলে উত্তর সিরিয়ার শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে আইনি লড়াই চালানো কার্যত সম্ভব নয়।
গত বছরের জুলাইয়ে ব্রিটেনের আপিল আদালত রায় দেন, ব্রিটেন সরকার শামীমার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে লড়ার জন্য তিনি ব্রিটেনে ফিরতে পারবেন। এরপরই শামীমাকে ব্রিটেনে ফিরতে দেওয়া হলে তা ‘জাতীয় নিরাপত্তায় উল্লেখ্যযোগ্য ঝুঁকি তৈরি করবে’- এমন কারণ দেখিয়ে আপিল আদালতের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।