আজ দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জন, আক্রান্ত ৪৭০
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৬:০১:০৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৯৫ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৭০ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্তের দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জনে।