দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪৬:১৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৪১০ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ৩৮৪ জনের মৃত্যু হল। আর গত ২৪ ঘণ্টায় আরও ৪১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন হয়েছে।