করোনার টিকা নিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪৭:৫৯ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: আজ করোনার টিকা নিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোরোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটেসহ দেশব্যাপী শুরু হয় গনটিকা কার্যক্রম। মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম দিনই করোনা ভ্যাকসিন নিতে চেয়েছিলেন কিন্তু শারিরিক অসুস্থতার কারণে টিকা গ্রহণ করেননি। সিলেটে প্রথম টিকা নেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।
তবে বুবধার (২৪ ফেব্রুয়ারি) বিশেষজ্ঞদের ডাক্তারদের পর্যবেক্ষণে ও পরামর্শে টিকা নিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।