আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের ভার্চুয়াল আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪২:৩৬ অপরাহ্ন
এ রহমান অলি, লন্ডন থেকেঃ মহান একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ক্য উপলক্ষে ২২ফেব্রুয়ারী রাত ৮টায় যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি জনাব সুলতান শরীফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নঈম উদ্দিন রিয়াজ ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান সহ যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহন করেন।
দীর্ঘ তিন ঘন্টারও অধিক সময়ে উক্ত আলোচনা সভায় ৫২ এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তাগন মহান একুশে ফেব্রুয়ারি এর গুরুত্বপূর্ণ দিক গুলো নিয়ে আলোচনা করেন এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক মানে উন্নিত করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।