ইংল্যান্ডে আজ মঙ্গলবার করোনায় মৃত্যু ৫৪৮ জন, আক্রান্ত ৮৪৮৯
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১:৫৫ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: ইংল্যান্ডে আজ মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪৮ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪৮৯ জন।
মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৩০৬ জন।
গতকাল সোমবার করোনায় মৃত্যু হয়েছে ১৭৮ জনের। রবিবার ২১৫ প্রাণ হারিয়েছে। শনিবার ২১৫জন, ৪৪৫ জন, শুক্রবার ছিলো ৫৩৩।
আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৪ হাজার ৬৩৯ জন।
গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ছিলো ১০৬৪১ রবিবার ছিলো ৯,৮৩৪ জন ও শনিবার ১০,৪০৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ১৮১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৭৮৮ জন।