খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: ডাক্তার অচিনপুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১:০৬:০১ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই খেলাধুলায় শারীরিক ও মানুসিক ভাবে তরুণ ও যুবকদেরকে সুস্থ রাখে, এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একে অন্যের সহযোগি হিসাবে কাজ করে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে।
কথা গুলো বলেছেন, বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক, ঢাকা চুক্ষ ইন্সটিটিউটের অধ্যাপক, ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী।
ডাক্তার অচিনপুরী গতকাল ২১ফেব্রুয়ারি বিশ্বনাথের টেংরা গ্রামবাসী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টের সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী তিনি খেলার এই মঞ্চে একাধিক তাঁর রচিত গান পরিবেশন করেন। তাঁর রচিত বাস্তবসম্মত গান পরিবেশনে খেলার দর্শকদেরকে জাগরিত করে তুলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাইম ব্যাংক ম্যানেজার বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম।
উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, অগ্রণী যুব সংঘের সাবেক কৃতি ফুটবলার আশরাফুল ইসলাম আসক আলী, সমাজসেবি আজাদ মিয়া, বঙ্গবন্ধু টুর্ণামেন্টের সাধারণ সম্পাদক এম এস এস আবসান খাঁন, সমাজসেবি সায়েদুল ইসলাম চৌধুরী জালাল, এস এন বি বাংলার পরিচালক এ কে এম তুহেম, বঙ্গবন্ধু টুর্ণামেন্টের একান্ত সহযোগি শ্রমিক নেতা আলী হোসেন মোল্লা, ভাষ্যকার শাহাদাৎ হোসেন, আক্তার হোসেন, খালেদ মিয়া, মুর্শেদুর রহমান, কয়ছর মিয়া, লিকন আহমদ, এম এ আহমদ আলী, প্রমূখ।
গতকালের সেমিফাইনাল খেলায় রাব্বি রাফি স্পোর্টিং ক্লাব তাজপুর বনাম সোনার বাংলা স্পোর্টিং ক্লাব নাজিরের গাঁও এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছিল।
সোনার বাংলা স্পোর্টিং ক্লাব নাজিরের গাঁও ৫-১ গোলে রাব্বি রাফি স্পোর্টিং ক্লাব তাজপুরকে পরাজিত করে বিজয় লাভ করে।