আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও মেয়রের শ্রদ্ধা নিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:১০:৫৯ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার, মেয়র ও কেবিনেট মেম্বার।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, মেয়র জন বিগস ও কালচার, আর্ট ও ব্রেক্সিট বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
যুক্তরাজ্যের জাতীয় লক ডাউনের কারনে এবারের ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেয়া ও সমাগম বন্ধ থাকায় তাঁরা কাউন্সিল অফিসে সাটানো শহীদ মিনারে শনিবার অপরাহ্নে নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
নেতৃবৃন্দ ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে যে সব বীর বাঙালি নিজেদের জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে এনছিল এবং যারা ভাষা আন্দোলনে জেল জুলুমের শিকার হয়েছিল তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেন।