সন্ত্রাসীদের হামলায় কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪৪:৪৯ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক : কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় ইতালির রাষ্ট্রদূত নিহত হয়েছেন। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) কঙ্গোর স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় দেশটির পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে এ ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও সেনা কর্মকর্তা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে গোমা নামক অঞ্চলে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি চালালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা সামরিক কর্মকর্তার মৃত্যু হয়।
সিএনএন বলছে, তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি। সূত্র : এপি,সিএনএন
কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত এবং একজন ইতালীয় ক্যারাবিনেরি পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। সোমবার জাতিসংঘের এক বহরে হামলা করা হলে তাঁরা প্রাণ হারান।