২৪ মে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, আবাসিক হল খুলছে ১৭ মে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৩:০০:২০ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২৪ মে থেকে শুরু হবে। আজ দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষা মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলবে ১৭ মে থেকে। তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।