জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বিশিষ্ট কমিউনিটি লিডার এনামুল হক চৌধুরী আর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১:২৭:০৫ অপরাহ্ন
অনুপম রিপোর্টার : ইংল্যান্ডের বিশিষ্ট ক্যাটারার্স, কমিউনিটি লিডার, শিক্ষানুরাগী, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের বাংঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ এনামুল হক চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ দেড় মাস করোনা আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে থাকার পর শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন।
এনামুল হক চৌধুরীর মৃত্যুতে লন্ডনের বাংঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হকজিল্লু সহ কমিউনিটি নেতারা।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপণ করেন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।