কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৭:১২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: কানাডার উইনিপেগ শহরে ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রদেশটির উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় পড়াশোনা করতেন। দ্য ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। খবর সিবিসি নিউজের।
নিহতরা হলেন- আদিত্য নোমান,আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।
কানাডার পুলিশ বলেছে, আরবর্গ শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে ৭ সড়কে গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার কিছু আগে বিপরীতমুখী দুই গাড়ির মধ্যে ওই সংঘর্ষ ঘটে। এর একটি গাড়িতে তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।
তিন ছাত্র নিহতের ঘটনায় ম্যানিটোবা সহ সারা কানাডায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।