হবিগঞ্জে ভুয়া ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে পাঁচজন গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ৮:২০:২১ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সম্প্রতি পুলিশকে নিয়ে একটি ভুয়া ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বৃহস্পতিবার দিনভর হবিগঞ্জের চুনারুঘাটে চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়া ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, চুনারুঘাট উপজেলার পনারগাও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শাহিন মিয়া, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুক্তার জামান, শাহিদুল মিয়ার ছেলে হারুন মিয়া, আব্দুল কাইয়ুমের ছেলে মনিরুল ইসলাম ও নোয়াগাঁও গ্রামের তুরাব আলীর ছেলে কামরুল ইসলাম।
চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, সম্প্রতি এক সিএনজি চালককে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভুয়া ভিডিও তৈরি করে কামরুল প্রথমে ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পুলিশ তদন্ত করে বিষয়টি ভুয়া বলে প্রমাণ পায়। এ ঘটনায় পুলিশকে ব্যঙ্গ করে ভিডিও বানানোর অভিযোগে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র সূত্রধর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওসি বলেন, মামলার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার ভোরে চুনারুঘাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।