ইংল্যান্ডে করোনায় আজ বৃহস্পতিবার ৪৫৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২,০৫৭ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫১:৫৮ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: ইংল্যান্ডে আজ বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের কারণে ৪৫৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্ত হয়েছেন ১২,০৫৭ জন।
মৃত্যু: আজকের ৪৫৪ জনের মৃত্যু সহ ইংল্যান্ডে কোভিড-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৮৭ জন।
গতকাল বুধবার প্রাণ হারিয়েছিলেন ৭৩৮ জন, মঙ্গলবার ছিলো ৭৯৯ জন, সোমবার ছিলো ২৩০ জন।
আক্রান্ত: আজ বৃহস্পতিবার ১২,০৫৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৮৩ হাজার ২৪২ জন।
গতকাল বুধবার ১২,৭১৮ আক্রান্ত ছিলো, মঙ্গলবার ১০,৬২৫ জন, সোমবার ছিলো ৯,৭৬৫ জন।
এই পর্যন্ত ভ্যাকসিনের ফার্স্ট ডোজ নিয়েছে : ১ কোটি ৪২ লাখ ৩০৮২ জন এবং সেকেন্ড ডোজ নিয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৭২৪ জন।