ইংল্যান্ডের প্রিন্স ফিলিপ অসুস্থ: হাসপাতালে ভর্তি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১:৫৪:৩৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহাম রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ বোধ করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে চিকিত্সাধীন।
রাজপ্রাসাদের সূত্রে জানা যায়, ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবার্গ গাড়িতে করে হাসপাতালে যান প্রিন্স ফিলিপ। সেখানে ডাক্তারের পরামর্শে ভর্তি হন তিনি। গত কয়েক দিন ধরেই কিছুটা অসুস্থ ছিলেন তিনি। তবে এই অসুস্থতার সঙ্গে করোনা ভাইরাসের সংশ্লিষ্টতা নেই। হাসপাতালে ভর্তি হলেও মানসিক ভাবে চাঙ্গা তিনি।
ধারনা করা হচ্ছে তিনি আগামী কয়েকদিন হাসপাতালে চিকিত্সকদের পর্যবেক্ষণে থেকে বিশ্রাম নেবেন। প্রিন্স ফিলিপ হাসপাতালে থাকলেও ৯৪ বছর বয়সী রানি উইন্ডসর প্রাসাদেই থাকছেন। গত মাসে রাজপ্রাসাদ জানিয়েছিল, উইন্ডসর প্রাসাদে ব্যক্তিগত চিকিত্সকদের কাছ থেকে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রিন্স ফিলিপ এবং রানি এলিজোবেথ। -বিবিসি