রনক আহমদ চৌধুরীর ছড়া: তপ্ত দুপুর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:২২:৫৪ অপরাহ্ন
রনক আহমদ চৌধুরীর ছড়া: তপ্ত দুপুর
রাস্ট্র ভাষা বাংলা হবে
এইতো ছিলো দাবী,
এমন মধুর মিস্টি ভাষা
কোথায় গেলে পাবি।
দিনটি ছিলো আগুন ঝড়া
এক ফাগুনের কাল,
ক্ষুব্ধ শোকে আরো রাগে
কৃষ্ণচুঁড়ার ডাল।
আগুন ঝরা তপ্ত দুপুর
রক্ত দিলো কারা,
আমার মায়ের সোনার মানিক
সালাম রফিক তারা।
তাদের স্মরন করতে সেদিন
শহীদ মিনার হয়,
বীর বাঙালী সেই মিনারে
দাবীর কথা কয়।