বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান আবারও হাসপাতালে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৮:২৯:০০ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: দেশের বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় আজ বিকেল ৪টার দিকে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী রুনি জামান। তিনি জানান, এ টি এম শামসুজ্জামানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আইসোলেশনে রাখা হয়েছে। তার অক্সিজেনের মাত্রা কমে গেছে। এর আগেও একাধিক শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।