বিমান বহরে যুক্ত হচ্ছে আরো ২টি ড্যাশ-৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৫:৫৯:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বে আন্তর্জাতিক রুটে যাত্রীদের সেবামান আরও উন্নত করতে কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে যেসব ড্যাশ- ৮ বিমান কিনেছে বাংলাদেশ, তার দ্বিতীয়টি আসছে ২৪ ফেব্রুয়ারি। আগামী মার্চেই তৃতীয় বিমানটিও বাংলাদশে বিমান বহরে এসে যোগ দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ধানমন্ডি সেলস সেন্টারের বাণিজ্যিক সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমানের ধানমন্ডির সেলস সেন্টার থেকে যাত্রীবৃন্দ ও জনসাধারণ বিমানের সব গন্তব্যের টিকেট কেনার পাশাপাশি বিমান পোল্ট্রি কমপ্লেক্সের নিজস্ব জায়গায় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত মুরগির মাংস, ডিম, মাছ, মৌসুমি শাকসবজি, গরুর দুধ ও গরুর মাংস কিনতে পারবেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন ‘সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে বিমানকে যাত্রীদের আস্থা ও ভালবাসার ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এই লক্ষ্যকে সামনে রেখে ইতোমধ্যে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। বিমানকে যাত্রীবান্ধব বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে যাত্রীদের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ড্যাশ-৮ উড়োজাহাজের প্রথমটি বিমানের বহরে যুক্ত হয়।