দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় জালালাবাদ এসোসিয়েশন ইউকের জ্যাকেট বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ৩:৫২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: জালালাবাদ এসোসিয়েশন ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ৭০ জন গরিব, এতিম ছেলে ও মেয়ে শীক্ষার্থীদের মধ্যে জ্যাকেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুুপুরে মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৩৫জন ছাত্র ও ৩৫ছাত্রীকে উন্নতমানের শীতের জ্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বিশ্বনাথের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী অনুপম নিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মনির উদ্দিন চৌধুরী। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব নুর ইসলাম খাঁন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রতিনিধি ও চ্যানেল এস ইউকের সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল।
প্রধান অতিথি মনির উদ্দিন চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে গরিব, এতিম ছেলে ও মেয়ে শীক্ষার্থীদের একটু উষ্ণতা দিতে জালালাবাদ এসোসিয়েশনের শীতের জ্যাকেট বিতরণ কার্যক্রম প্রশংসার দাবি রাখে । প্রধান অতিথি জালালাবাদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থীদের সুন্দর জ্যাকেট দেয়ার জন্য।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা সাহাব উদ্দিন ও সহকারী শিক্ষক মাওলানা লায়েক আহমদ।
সভা শেষে দেশে-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনাসহ করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য বিশেষ মুনাজাত করা হয়। যারা মৃত্যু বরণ করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করা হয়। বিশেষ করে এসোসিয়েশনের ট্রেজারার এনামুল হক চৌধুরী ও জালালাবাদের সকল সদস্যদের সুখ, শান্তি ও কল্যান কামনা করে মহান আল্লাহতালার নিকট প্রার্থনা করেন।
মাওলানা মোঃইমাদ উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে অত্র মাদ্রাসা থেকে সদ্য হিফয সম্পন্নকারী ছাত্র হাফেজ সুলতান আহমদ ও ইসলামি সংগীত পরিবেশন করে অত্র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র শাহ আতাউর রহমান জাওয়াদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, মাদ্রাসার সহ-সভাপতি সাবেক মেম্বার জনাব কুটি মিয়া,মাদ্রাসার সাধারন সম্পাদক মোঃআব্দুল ফাত্তাহ চৌধুরী(তৈয়ব মিয়া), কোষাধ্যক্ষ ক্বারী আব্দুস সালাম সুহেল, সদস্য মানিক মিয়া, তরুন সমাজসেবক সুহেল চৌধুরী, অভিভাবক মোস্তফা মিয়া, জহির মিয়া প্রমুখ।