পুকুর ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:০১:২৩ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী পুকুর ভরাট করে সিলেট জেলা পরিষদ কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিবাদ জানিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ঙ) অনুযায়ী, জাতীয় অপরিহার্য স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি এমনকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বা ব্যক্তিমালিকানাধীন পুকুর ভরাট না করার বিধান রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারীর বিরুদ্ধে আইনের ৭ ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীববৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। তাই ঢাকাদক্ষিণ বাজারের পুকুরটি ভরাট করে পরিবেশ বিনষ্ট না করার জন্য সংস্থার পক্ষ থেকে দাবি জানানো হয়। ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে ঢাকাদক্ষিণ এলাকার পরিবেশ, খাল এবং জলাশয় রক্ষা করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের কার্যকরী কমিটির সভায় অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করে অতীতের মত পুকুরকে জনসাধারণের ব্যবহার উপযোগী করারও দাবী জানানো হয়।
উল্লেখ্য ব্রিটিশ শাসনামল থেকে পুকুরটি এলাকাবাসী ব্যবহার করে আসছেন। এটি ঢাকাদক্ষিণ এলাকা তথা গোলাপগঞ্জের ঐতিহ্য বহন করছে।
গত ১৪ ফেব্রুয়ারি রবিবার ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইসি কমিটির সভায় নির্মাণ কাজ বন্ধের দাবীতে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি নুর উদ্দিন শাহনুর মিয়ার সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ইয়ামিম দিদারের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন আব্দুল লতিফ নিজাম।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী, আমরান আহমদ চৌধুরী, শামীম আহমদ এবং দেলোয়ার হোসেন লেবু।
সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, মাহমুদুর রহমান শানুর, রুহুল কুদ্দুস জুনেদ, মোঃ তাজুল ইসলাম এবং দেলোয়ার আহমদ শাহান। কোষাধ্যক্ষ শামীম আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল বাছির, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আনোয়ার শাহজাহান, স্পোর্টস সেক্রেটারি হেলাল আহমদ। ইসি মেম্বার রুহুল কুদ্দুস জুনেদ, আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, শাহরিয়ার আহমদ সুমন, রায়হান উদ্দিন, মারুফ আহমদ, আজিজুর রহমান আজিজ এবং কিশোয়ার এনাম লিটন প্রমুখ ছাড়াও উপস্থিত ছিলেন বেক্সিল এর সাবেক মেয়র আবুল কালাম আজাদ।
সভায় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় যারা পুকুর ভরাট সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগ এবং ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।