গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪০৪ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩৫:০৪ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৫৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে পৌঁছেছে।
এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ২২ হাজার ৩৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, ২৪ ঘণ্টায় আরও ৪২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০৮ শতাংশ।