মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্ট ও চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ৩:৩৭:২৭ অপরাহ্ন
গত ৭ ফেব্রয়ারি রবিবার বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিক পুর ইউনিয়নের মোহাম্মদ পুর (উয়াসার) গ্রামে- মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্টের ট্রাষ্টি ও সভাপতি জনাব মোঃ আব্দুল করিম সাহেবের বাড়িতে মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্ট ও চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্ট এর যৌথ উদ্যোগে গরীব অসহায় এক শত দশ জন মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের ট্রাষ্টি ও সভাপতি জনাব মোঃ আব্দুল করিম সাহেবের এর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইছামতি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট রাজনীতিবীদ জনাব মালেক আহমদ সাহেব, মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক আহমদ সাহেব, মানিকপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা জনাবা আছমা বেগম, ট্রাষ্টের ট্রাষ্টি মোঃ আব্দুছ ছালাম, মোহাম্মদপুর দক্ষিণ জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ ৷
অতিথিবৃন্দ উভয় ট্রাষ্টের প্রশংসা করে বলেন প্রতিষ্ঠার পর থেকে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে ট্রাষ্ট মানুষের সেবা করে আসছে৷ উভয় ট্রাষ্টের সর্ব স্থরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান৷
অন্যান্যের মধ্যে উপস্থিত মোঃ আব্দুল আজিজ, আহমদ হোসাইন আইমান, আব্দুল লতিফ, আব্দুছ ছবুর, আবু-তানজিম, আবু-তাহমিদ, আবু-তাহসিন প্রমূখ ৷
শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরণে সার্বিক সহোযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের প্রতিষ্ঠিতা ও চেয়ারম্যান জনাব জুবের আহমদ লস্কর সাহেব এবং মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্টের প্রতিষ্টাতা ট্রাষ্টি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ছাহেব৷
শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ পেয়ে মানুষ খুশী হয়ে মোহাম্মদ মনোহর আলী ট্রাষ্ট ও চৌধুরী এন্ড লস্কর ট্রাষ্টের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ৷