দেওকলস ইউনিয়ন ক্রিকেট সুপার লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:৫০:০৮ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: আজ বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের স্হানীয় বাগিচা বাজারে বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মানিকুর রহমান, স্বপন শিকদার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মো: আওলাদ হোসেনের সার্বিক সহযোগিতায় দেওকলস ইউনিয়ন ক্রিকেট সুপার লীগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি জনাব শামীম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাজী ফখরুল আহমদ মতছিন, যুক্তরাজ্য প্রবাসী এবং কমিউনিটি নেতা জনাব নুরুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন সুজিত চৌধুরী, রেজাউল ইসলাম, সাজলু লস্কর, জহিরুল ইসলাম জুয়েল।
রেদওয়ান আহমদ বাপ্পী, শাহ সায়েম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল আহমদ, সুহেল তালুকদার, ছাত্রলীগ নেতা তানজিল আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু, সহসভাপতি মাসুম আহমদ, জনাব ফরিদ আলী, দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমদ, বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক কে.এইচ. ফাহিম সহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সুন্দর এই অয়োজনের জন্য তিনি খেলা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
উক্ত খেলায় চ্যাম্পিয়নশিপের মর্যাদা অর্জন করে কজাকাবাদ বয়েজ আর রানার্সআপের মর্যাদা অর্জন করে বন্ধুমহল স্পোর্টিং ক্লাব।