হবিগঞ্জে প্রথম করোনার টিকা নিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১:০১:১৩ অপরাহ্ন
এ রহমান অলি: হবিগঞ্জে প্রথম করোনার টিকা নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির। রোববার বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে সংসদ সদস্য টিকা নিয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এবং এর পরই টিকা নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেন, বিএনপি-জামাতের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে টিকা নেয়ার ব্যাপারে ভীতি সৃষ্টির চেষ্টা করেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মন্ত্রী, এমপিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে টিকা নিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ টিকা নিজের জন্য নিতে হবে। নিজে সুস্থ থাকার জন্যই নেওয়া প্রয়োজন। তাই ভয় নয়, সবাইকে উদ্বুদ্ধ করতে হবে টিকা নেওয়ার জন্য। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম প্রমুখ।
গতকাল শনিবার পর্যন্ত জেলায় ভ্যাকসিনের জন্য দুই হাজার ৩৪৬ জন নিবন্ধন করেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, জেলার আটটি কেন্দ্রে ২৫০ জনকে পৃথকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।