গণফোরাম থেকে পদত্যাগ করেছেন ড. রেজা কিবরিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮:৩০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: গণফোরাম থেকে পদত্যাগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। রোববার সংবাদ মাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক পদের পাশাপাশি দলীয় সদস্য পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে ড. কামাল হোসেনের গণফোরামের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ.এম.এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেজা কিবরিয়া বলেন, আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতোমধ্যেই জমা দিয়েছি। আমাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি ড. কামাল হোসেন ও গণফোরামের নেতৃবৃন্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত ১৮ মাস ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।