দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৪
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ৩:১৪:১৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: শুক্রবার ৫ জানুয়ারী দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও শ্রমীকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, ঝিনাইদহ ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীতে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক ওয়াহিদ মিয়া (৫৫), শহীদ মাঝি (৬২) ও আব্দুল মান্নান (৪০)।
আহতরা হলেন মোহাম্মদ রিয়াদ (৩৫), মোহাম্মদ শিপন (২৪), মোস্তাফিজ (৬০) ও জুয়েল (২৩)। বাকলিয়া থানার ওসি রুহুল আমিন নয়াদিগন্তকে বলেন, শাহ আমানত সেতু থেকে অটোরিকশায় করে তারা বহদ্দারহাটে যাচ্ছিলেন। রাহাত্তারপুলে অটোরিকশাকে বালি বোঝাই ডাম্পার ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই শ্রমিকের কাজ করতেন এবং ভোলা জেলার বাসিন্দা। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা দুই বাসকে আটক করলেও চালক এবং হেলপার পলাতক রয়েছেন।
নিহতরা হলেন আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বোরাক পরিবহন সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে যাত্রী তুলছিল। এ সময় হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পেছনে ধাক্কা দিলে পারাপাররত তিন পথচারী গুরুতর আহত হন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে। ওয়াহিদুল রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে এবং সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে।
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরশ্রমিক নেতা কে এম শাহীন (৫০) চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার ঝলমলিয়া গ্রামের দুলাল দারোগার ছেলে ও রাজশাহী জেলা সড়ক ও পরিবহনশ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।
খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় পঞ্চানন বিশ্বাস (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রী মহাবিদ্যালয়ের আইসিটি শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পঞ্চানন মোটরসাইকেলেযোগে কৈয়া বাজার থেকে খুলনা মহানগরীর দিকে আসছিলেন। পথে জিরো পয়েন্ট এলাকায় কামরুলের দোকানের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের গান্না রোডের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব শহরের থানাপাড়ার আবু বক্করের ছেলে এবং যশোর রাজ্জাক কলেজের অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী। পুলিশ সূত্রে জানা যায়, রাকিব শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে গান্নায় যাওয়ার পথে কৃষি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখো-মুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন।
কুমিল্লা সংবাদদাতা জানান, বোনের বিয়ের দিন গোশত কিনতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: মাহমুদ (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বরুড়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।সূত্র: নয়া দিগন্ত