একজন বীর মুক্তিযোদ্ধার নীরব প্রস্থান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:৩২:২১ অপরাহ্ন
আবু সাঈদ আনসারী:
তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সিলেটের ৪ নং সেক্টরে তিনি হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। জীবন বাজি রেখে করেছিলেন যুদ্ধ। ইস্ট লন্ডনে বসবাসরত সে যোদ্ধার নাম আনোয়ার চৌধুরী, যাকে অনেকে ‘গামা’ নামে চিনতেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে রণাঙ্গন থেকে গাজী হিসেবে ফিরে আসলেও ২০২১ এ করোনাযুদ্ধে তিনি শহীদ (إنشاء الله) হয়ে চির গন্তব্যের পথে চলে যান। إنا لله و إنا إليه راجعون
উনার জামাতা চ্যানেল এস প্রডিউসার Ahad Ahmed আমাকে তাঁর জানাযাহ নামাজের ইমামতির দায়িত্ব দিলেন। ব্রিকলেন মাসজিদে গতকাল তাঁর জানাযাহ হলো। যে পতাকার জন্য তিনি যুদ্ধ করেছিলেন বাংলাদেশ হাইকমিশন থেকে সে জাতীয় পতাকা দিয়ে তাঁর কফিন মোড়ানো হলো। বৃটিশ সরকারী নীতিমালা অনুযায়ী মাত্র দশ জনের উপস্থিতিতে Hainault Garden of Peace গোরস্থানে তাঁকে আমরা সমাহিত করলাম। আনোয়ার চৌধুরী ছিলেন আমাদের ISLAM ESSENTIALS অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি অনুষ্ঠানে ফোন করে একটি প্রশ্ন করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার চৌধুরী আমার সাথে হাজজে গিয়েছিলেন ২০১৯ সালে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তিনি তা তাঁর স্বভাবের মধ্যে বোঝা যেত। সদা হাস্যজ্জল ছিলেন। কোনো অহংকার তাঁর মধ্যে ছিলো না। হাজীদের মধ্যে তিনি ছিলেন No complain গোছের মানুষ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর ভাই আমিনুর রশীদ চৌধুরী ছিলেন তাঁর ভগ্নিপতি।
অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর ভাষার মাসের প্রথম দিনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হায় নির্মম, নিস্টুর, নির্দয় করোনাভাইরাস! তোমার সাথে যুদ্ধে পেরে ওঠা বড়ই কঠিন!
আনোয়ার চৌধুরী আপনাদের রক্তে কেনা এ অমূল্য স্বাধীনতা জাগ্রত হউক, হে পরম করুণাময় আল্লাহ, আপনি এ মুক্তিসেনাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন, আমাদের সবাইকে হেফাজত করুন।
লেখক পরিচিতি:
আবু সাঈদ আনসারী: ইমাম, আইজলওয়ার্থ দ্বীন সেন্টার ও টিভি প্রেজেন্টার