সিলেটে প্রবাসীদের সাথে হয়রানী: জিএসসি নর্থ ইষ্ট রিজিওনের প্রতিবাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৩:০২:১১ অপরাহ্ন
যুক্তরাজ্য প্রতিনিধি: গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) নর্থ ইষ্ট রিজিওনের সভাপতি এম, এ, মান্নান ময়না, জেনারেল সেক্রেটারি হাবিবুর রহমান রানা ও ট্রেজারার সৈয়দ শহিরুল বারী এক যৌথ বিবৃতিতে সম্প্রতি যুক্তরাজ্য ফেরত কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের সাথে হয়রানীমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য ফেরত প্রবাসীরা সিলেট থেকে জানিয়েছেন কোয়ারিন্টিনের নামে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের সাথে সিলেটের হোটেলগুলোতে হয়রানী ও তামাশা করা হচ্ছে। এ ছাড়াও ৭ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর ১০ দিন হয়ে গেলেও প্রবাসীদের হোটেল থেকে ছাড়া হচ্ছেনা। সরকারের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হচ্ছেনা।
প্রবাসীদের হোটেলে আটকিয়ে রেখে অতিরিক্ত ব্যবসা করা হচ্ছে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
জরুরী প্রয়োজনে দেশে গিয়ে প্রবাসীরা প্রয়োজনীয় কাজ করতে পারছেননা, মরণাপন্ন রোগী বা মৃত ব্যক্তির জানাযায় উপস্থিত হতে পারছেন না, প্রবাসীদের সাথে এই ধরনের হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জিএসসি নর্থ ইষ্ট রিজিওনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ, প্রবাসীদের সাথে এসব অন্যায় হয়রানীরমূলক আচরণ বন্ধ করার জন্য জোর দাবী জানিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজনৈতিক দলের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।