ইংল্যান্ডে আজ সোমবার করোনায় মৃত্যু ৪০৬ আক্রান্ত ১৮,৬০৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৮:১৩ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ইংল্যান্ডে আজ সোমবার ১লা ফেব্রুয়ারী গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের কারণে ৪০৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০৭ জন।
মৃত্যু: আজকের ৪০৬ জনের মৃত্যু সহ ইংল্যান্ডে কোভিড-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৫৬৪ জন। গতকাল রবিবার প্রাণ হারিয়েছিলেন ৫৮৭ জন, শনিবার ছিলো ১২০০ জন এবং শুক্রবার প্রাণ হারিয়েছিলেন ১২৪৫ জন।
আক্রান্ত: আজ সোমবার ১৮ হাজার ৬০৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ৩৫ হাজার ৭৮৩ জন। গতকাল রবিবার আক্রান্ত হয়েছিলেন ২১ হাজার ০৮৮ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ২৩ হাজার ২৭৫ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ২৯ হাজার ০৭৯ জন। (মিরর)