আবুল কাশেমের রোগমুক্তি কামনা করে ফ্রান্স আওয়ামীলীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২১, ৫:৩৮:২৪ অপরাহ্ন
ফ্রান্স থেকে আলী হোসেন: হৃদরোগে আক্রান্ত ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের রোগমুক্তি কামনা করে ৩১ জানুয়ারি রবিবার ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ভার্চুয়াল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি এস এ শহিদ ওয়াহিদভার তাহের এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সাবেক সহসভাপতি লোকমান হোসেন, ইতালী আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক রিচার্ড সেন্টারের কু-অর্ডিনেটর বজলুর রশীদ বুলু, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক, সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক, সহসভাপতি আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রানা চৌধুরী, যুক্তরাজ্য কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুহিব উদ্দিন চৌধুরী।
প্যারিস নগর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খান, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, দপ্তর সম্পাদক সুমন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলী আক্কাস, কার্যকরী কমিটির সদস্য খায়রুল আলম মাজেদ, ফ্রান্স যুবলীগ নেতা জাহিনুর রহমান সুমন, ফ্রান্স যুবলীগ নেতা কাইয়োম রহমান, ফ্রান্স যুবলীগ নেতা মিলন সরকার।
দোয়া মাহফিলে অসুস্থ আবুল কাসেমের দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করা হয়। এ ছাড়াও বিশ্বে করোনায় আক্রান্তদের দ্রুত রোগমুক্তি কামনা ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি এস এ শহিদ ওয়াহিদভার তাহের।