বিশ্বনাথের মুর্শেদা জামান জামালপুর জেলার ডিসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২১, ৮:০৩:০৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের রায়খেলী গ্রামের অ্যাডভোকেট মুরাদুজ্জামান চৌধুরীর বড় মেয়ে মুর্শেদা জামান জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
দেশের সাত জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপ-সচিব পদে মুর্শেদা জামান ইতিপূর্বে কর্মরত ছিলেন।
জামালপুর জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন মুর্শেদা জামান।