দেশে ৭ ফেব্রুয়ারি একযুগে টিকাদান শুরু: প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামীকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২১, ৬:৪৮:৩০ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: বাংলাদেশে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে একযুগে টিকাদান কর্মসূচি।
আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে অপপ্রচার বন্ধ করতে হবে। করোনার টিকা আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাঁচানোর জন্যই এই টিকা নিয়ে আসা। এটা নিয়ে যারা অপপ্রচার করে, তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগামীকালের টিকাদান কর্মসূচি উদ্বোধনের জোর প্রস্তুতি চলছে। তা দেখার জন্য মন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন। কাল বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দিয়েই বাংলাদেশে শুরু হবে কোভিড-১৯-এর টিকাদান প্রক্রিয়া। আগামীকাল বেলা সাড়ে তিনটায় এই হাসপাতালে করোনার টিকাদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।