যুক্তরাজ্যেফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন ফের ৭ দিন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২১, ৪:১৫:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যেফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় ৪ দিন বাড়িয়ে আবার ৭ দিন করা হয়েছে। করোনা প্রতিরোধে যুক্তরাজ্যেফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় ৪ দিন থেকে বাড়িয়ে আবার ৭ দিন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ২৩ জানুয়ারী শনিবার এক বিজ্ঞপ্তিতে সাত দিনের কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। নতুন নিয়ম ২৫ জানুয়ারী ২০২১ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাজ্যেফেরত যাত্রীদের সরকার নির্ধারিত হোটেলে ৭ দিনের জন্য বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। হোটেলে থাকার সমস্ত খরচ যাত্রী বহন করতে হবে। যারা ব্যয় বহন করতে অক্ষম অথবা যাত্রী হোটেলে যেতে না চাইলে তাদের সরকারি ব্যবস্থাপনায় সরকারের নির্ধারিত কেন্দ্রে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারান্টাইন করা হবে।
৭ দিন পরে COVID-19 PCR পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে এবং COVID-19 PCR পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে মোট ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য যাত্রীকে ‘হোম কোয়ারানটাইনে’ প্রেরণ করা হবে।
যদি COVID-19 PCR পিসিআর পরীক্ষার ফলাফল পজেটিভ হয় তাহলে যাত্রীকে আইসোলেশনের জন্য সরকার নির্ধারিত হাসপাতালে প্রেরণ করা হবে। হাসপাতালের সমস্ত ব্যয় যাত্রী বহন করতে হবে।