মসজিদ দানবাক্সে স্বর্ণালঙ্কারসহ ১৪ বস্তা টাকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ১১:৪৩:০২ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো ৫ মাস পর খোলা হলে রেকর্ড পরিমাণ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গেছে।
পাঁচ মাস পর দানবাক্স (সিন্দুক) খুলে আজ ২৩ জানুয়ারী শনিবার বিপুল পরিমাণ টাকার পাশাপাশি বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালংকারও মিলেছে। দান বাক্স খুলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবার সামনে দানবাক্স খোলার পর টাকাগুলো প্রথমে ১৪টি বস্তায় ভরা হয়। তারপর শুরু হয় গণনা। দেশি টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। সাধারণত প্রতি ৩ মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) খোলা হয়। করোনার কারণে এবার প্রায় ২ মাস দেরি হয়েছে। শুধু অর্থ কিংবা স্বর্ণালঙ্কার নয়, দান হিসেবে মসজিদে আসে গরু, ছাগল, হাঁস মুরগিসহ আরো নানা কিছু। মসজিদ কমিটি সেগুলো বিক্রি করে কোষাগারে অর্থ জমা রাখেন।
এর আগে সর্বশেষ গত বছরের ২২ আগস্ট দানবাক্স (সিন্দুক) খোলা হয়েছিল। তখন ১ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গিয়েছিল। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দানবাক্স খুলে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা পাওয়া যায়।
পাগলা মসজিদটি দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।