বাংলাদেশে প্রথম টিকা নিবেন হাসপাতালের নার্স
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ৪:৪৯:৫২ অপরাহ্ন
অনুপম রিপোর্টঃ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে ২৭ জানুয়ারি থেকে। রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দেওয়া হবে প্রথম করোনাভাইরাস টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যসচিব আবদুল মান্নান শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে এ তথ্য দেন।
স্বাস্থ্যসচিব বলেন, দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে।
গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা। ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ দিন বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই এ কর্মসূচির উদ্বোধন করা