যুক্তরাজ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৯ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২১, ৯:১৬:৫১ অপরাহ্ন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারী ওয়েবিনারে অনুষ্টিত সভায় বক্তারা বলেন আজ থেকে ২৯ বছর আগে আগে শহীদ জননী জাহানারা ইমাম রাজাকার, আলবদর, আলশামস এর বিচারের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত অনেক যুদ্ধাপরাধীদের বিচার হয়নি বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসরত যুদ্ধপরাধীদের।
বক্তারা বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দিনকে বাংলাদেশে নিয়ে অতিসত্বর বিচারের রায় কার্য বাস্তবায়ন করা হউক। বক্তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ৫০বছর হয়ে গেলেও স্বাধীন দেশে যুদ্ধাপরাধী, রাজাকার আর ঘাতকরা এখনো দেশের আনাচে-কানাচে রয়েছে আমাদের স্লোগান হোক জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার ।
যুক্তরাজ্য নির্মূল কমিটির সভাপতি নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বক্তব্য রাখেন নির্মূল কমিটির সহ-সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার চৌধুরী, নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, সহ-সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনজুমানআরা অনজু, আন্তর্জাতিক সম্পাদক পুষ্পিতা গুপ্ত, সাংকৃতিক সম্পাদক সেলিনা আক্তার জোসনা, কার্যকরী সদস্য সুশান্ত দাস প্রশান্ত, উপদেষ্টা হোসনেআরা মতিন, সদস্য নাজমা হোসেন ও কার্ডিফ থেকে স্টপ জেনোসাইড এর মকিস মনসুর প্রমুখ।